বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযানে হোটেল, রেস্টুরেন্ট, অফিস সীল গালা ও অপসারণে অঙ্গীকার নামা গ্রহণ।

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ২২ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৫৯
photo

অপরাধ সূত্র :

বিশেষ প্রতিনিধি :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন বনানী আবাসিক এলাকায় ২২ ডিসেম্বর'২৫ তারিখ সোমবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান ও রাজউক জোন-৪/২ অথরাইজড অফিসার মো. কায়সার পারভেজ এর নেতৃত্বে বনানী এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

প্লট-১৫, রোড-০৫, ব্লক-এফ, বনানী এ ফ্লিট বাংলাদেশ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপিএবি ও একটি ডেভেলপার প্রতিষ্ঠান অবৈধভাবে আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় মালিকপক্ষ কে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার পরিহারের জন্য এক মাসের সময় দিয়ে পৃথক তিনটি অঙ্গীকার নামা নেওয়া হয়।

 

প্লট- ১৫/এ রোড-০৫, ব্লক-এফ, বনানী-তে মিনা সুইটস নামক মিষ্টির দোকান আবাসিক ভবনে অবৈধ ভাবে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় ভবনটি সিলগালা করা হয়। একই আবাসিক প্লটে থাকা অবৈধ বানিজ্যিক কনফেকশনারি দোকান, পরিচালনা করায় দোকানটি সিলগালা করা হয় এবং ভবন মালিকের নিকট থেকে দুটি পৃথক অঙ্গীকার নামা নেওয়া হয়।

 

প্লট-২৪, রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম হিসেবে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও গেস্টহাউজ পরিচালনা করায় ভবনটি সিলগালা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনার শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, "রাজউক নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের ব্যত্যয় রোধ এবং অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার তদারকি করছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।"

 

রাজউকের পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ- ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল হক আজকের মোবাইল কোর্ট পরিচালনার প্রতিক্রিয়ায় সাপ্তাহিক অপরাধ সূত্র'কে বলেন "এ অভিযান রাজউকের চলমান প্রক্রিয়া। বর্তমানে চেয়ারম্যানের নির্দেশনায় রাজউক কর্তৃক আবাসিক ভবনে অবৈধ ভাবে অ-আবাসিক/ বানিজ্যিক  ব্যবহার রোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।"

 

আজকের অভিযানে রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ, বনানী সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ ৮৯