পল্লবীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:০৩
photo

অপরাধ সূত্র :

অপরাধ সূত্র ডেস্ক :

রাজধানীর পল্লবী থেকে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। ১৯ ডিসেম্বর'২৫ শুক্রবার বিকাল ৫টার দিকে মিরপুর সেকশন-১১, সি ব্লকে অবস্থিত সিটি করপোরেশনের পরিত্যক্ত ছয় তলা ভবনের তৃতীয় তলা থেকে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আসিবুল হক অপরাধ সূত্র'কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে আমাদের একটি দল সেখানে অভিযান চালায়। পরিত্যাক্ত ভবনটির তৃতীয় তলায় বিশেষ কায়দায় রাখা অস্ত্রগুলো আমরা পাই। অস্ত্রের সঙ্গে একটি চাপাতিও জব্দ করি। তিনি বলেন, অস্ত্রগুলো কাদের, কী কারণে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

  • নিউজ ভিউ ৯৭