মিরপুরে রাজউকের মোবাইল কোর্টে ৭টি ভবনে উচ্ছেদ : ৭লক্ষ টাকা জরিমানাসহ বৈদ্যুতিক মিটার জব্দ

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৫৯
photo

অপরাধ সূত্র :

বিশেষ প্রতিনিধি :

১৮ ডিসেম্বর'২৫ বৃহস্পতিবার রাজউক জোন ০৩ উপ-জোন ০২ এর অধীন রাজধানীর মিরপুর সেকশন ১ ও ২ এর বিভিন্ন ব্লকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান এবং অথরাইজড অফিসার মাসুক আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট এ ৭টি ভবনের বর্ধিত অংশ আংশিক ভেঙে দেওয়া সহ ৭লক্ষ টাকা নগদ জরিমানা আদায় করা হয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ৪টি মিটার জব্দ করে ডেসকো এর নিকট হস্তান্তর করা হয়। 


রাজউক পরিচালিত মোবাইল কোর্ট সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান বলেন এটি রাজউকের ধারাবাহিক নজরদারির একটি অংশ।  আজ আমরা মিরপুর সেকশন ১ এ ১টি ও সেকশন ২ এ ৬টি মোট ৭টি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করে  ৭লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ৪টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

 

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ ১ এর পরিচালক মনিরুল হক আজকের মোবাইল কোর্ট পরিচালনার প্রতিক্রিয়ায় সাপ্তাহিক অপরাধসূত্র প্রতিনিধিকে বলেন পর্যাপ্ত পরিমাণ জনবল, যান্ত্রিক  অভাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অপ্রতুলতার কারনে আমরা যথেষ্ট পরিমাণে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছি না। তারপরেও আমরা উচ্ছেদ অভিযান অব্যহত রাখতে সচেষ্ট থাকবো অবৈধ স্থাপনা নির্মাণ রোধ করতে।

 

রাজউক পরিচালিত মোবাইল কোর্ট সম্পর্কে অথরাইজড অফিসার মাসুক আহমেদ সাংবাদিকদের বলেন অনুমোদিত প্ল্যান এর ব্যত্যয় করে অবৈধ ভাবে ভবন নির্মাণ রোধে রাজউকের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ভবিষ্যতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন ৩/১ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক আশিকুর রহমান, ইমারত পরিদর্শক আলীনুর হোসেন সহ অন্যান্য ইমারত পরিদর্শক গণ।

  • নিউজ ভিউ ৭৩