আজ জোহানের প্রথম জন্মবার্ষিকী

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | সময়ঃ ০৪:৪১
photo

অপরাধ সূত্র :

 

আজ ১৮আগস্ট শিশু জোহান-এর প্রথম জন্মবার্ষিকী। জন্মের পর থেকে ছোট্ট জোহান তার হাসি-খুশি ও নিষ্পাপ আচরণে বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীসহ পরিবারের সবার প্রাণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার আগমনে পরিবারে এসেছে নতুন আনন্দ ও উচ্ছ্বাস।

প্রথম জন্মদিন উপলক্ষে দিনটি উদযাপন করা হচ্ছে আনন্দঘন পরিবেশে। এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল এবং প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

শিশু জোহানকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার চাচা-চাচি, দাদা-দাদী, নানা-নানী, খালা-খালু, মামা-মামীসহ সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা। সবাই দোয়া করেছেন—জোহান যেন সুস্থ, নৈতিক ও যোগ্য মানুষ হিসেবে বেড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে পারে।

এদিকে দিনটি ঘিরে পরিবার-পরিজন ও প্রিয়জনদের মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার। জোহানকে কেন্দ্র করে হাসি-আনন্দ আর ভালোবাসার যে মিলনমেলা তৈরি হয়েছে, তা স্মরণীয় হয়ে থাকবে পরিবারের সবার কাছে।
 

  • নিউজ ভিউ ১৯৩