অপরাধ সূত্র :
নিউজ ডেস্ক :
ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. বাবুল মিয়া ওরফে ‘হাত কাটা বাবুল’(৪৮) নামের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাউন্দিয়া ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে মধ্য কাউন্দিয়ার শাপলা গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুলের বাড়ি ওই এলাকাতেই। তার পিতার নাম বাচ্চু মিয়া এবং মাতার নাম রহিমা বেগম।
কাউন্দিয়া ফাঁড়ির ইনচার্জ কাজী আব্দুর রহিম জানান, বাবুল দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল এবং স্থানীয়দের কাছে সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাবুল নিজ বাসায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। পরে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান চালানো হয়।
অভিযানে বাবুলের ডান হাতের কনুইতে ঝোলানো একটি পলিথিন ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা। গ্রেপ্তারের সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়।
ইনচার্জ কাজী আব্দুর রহিম আরও জানান, বাবুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে এই এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে নতুন একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা বাবুলের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, “এলাকাটি মাদকের দৌরাত্ম্যে অনেকদিন ধরেই অতিষ্ঠ ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে আমরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারব।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।