উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান : ৫ লক্ষ টাকা জরিমানা আদায়

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | সময়ঃ ০৮:৩০
photo

অপরাধ সূত্র :

 
আমিনুল ইসলাম বাবু :
 
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রানাভোলা ও তদ্বসংলগ্ন ১০নং সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অনুমোদিত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ৮(আট)টি ভবনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা সহ ৫লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে। 
 
সোমবার ২১ এপ্রারিল'২৫ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এবং রাজউক জোন ১/১ এর অথরাইজড অফিসার আবিল আয়ামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণকারীদের নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার আদেশ দিলেও রাজউকের নোটিশের কোন প্রকার তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো ভবন নির্মাণ করে।
 
এই উচ্ছেদ অভিযান সম্পর্কে অথরাইজড অফিসার আবিল আয়াম বলেন, এ উচ্ছেদ অভিযানে আমরা ৮টি ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছি, সংকীর্ণ রাস্তা প্রসস্থ করনের সুবিধার্থে সীমানা প্রাচীর ভেঙে দিয়েছি। বর্তমান রাজউকের চেয়ারম্যান মহোদয় অনুমোদিত প্ল্যানের ব্যত্যয় করে নির্মিত ভবন গুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করার নির্দেশ দিয়েছেন উচ্ছেদ অভিযানের মাধ্যমে। তাই আমরা উচ্ছেদকৃত ভবন গুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুত বিভাগের মাধ্যমে মিটার জব্দ করা হয়েছে। এছাড়াও উচ্ছেদকৃত ভবন সমূহের বাকী বর্ধিত অংশ সমূহ নিজ নিজ দায়ীত্বে অপসারণ করে নিবেন মর্মে ভবন নির্মাণকারীদের নিকট থেকে তিন শত টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয়। ভবন নির্মাণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। 
 
রাজউকের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার উচ্ছেদ অভিযান সম্পর্কে বলেন, আমরা রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করেছি। ৮টি ভবনের বর্ধিত অননুমোদিত বর্ধিত অংশ ভেঙে দিয়েছি, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করেছি এবং রাস্তার উপরে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে অপসারণ করেছি কয়েকটি ভবনের নির্মাণকারী বা মালিক পক্ষের কোন লোকজন না থাকায় কোন জরিমানা আরোপ করতে পারিনি তবে বাকী উপস্থিত ভবন মালিক ও ভবন নির্মাণকারীদের নিকট থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি, এছাড়াও তাদের নিকট থেকে স্ট্যাম্পে মুচলেকা নিয়েছি এই মর্মে যে, ভবনের অননুমোদিত বর্ধিত অংশ নিজ দায়িত্বে অপসারণ করবে এবং ভবিষ্যতে আর কোন নির্মাণ বিধি লঙ্ঘন করবেন না। 
 
এই উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক উত্তরা জোন ১/১ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকগণ, ইমারত পরিদর্শক মুরাদ হোসেন সহ অন্যান্য ইমারত পরিদর্শক ও কর্মকর্তাগণ।

  • নিউজ ভিউ ৫৮