মিরপুর সেকশন ১০ এ রাজউকের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ।

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | সময়ঃ ১২:৪৭
photo

অপরাধ সূত্র :

আমিনুল ইসলাম বাবু :

আজ ১৩ এপ্রিল'২৫ রবিবার রাজধানীর মিরপুর সেকশন ১০ এ রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার, পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া (জোন-৩), অথরাইজড অফিসার-৩/১, শেখ মাহাব্বীর রনি এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিরপুর সেকশন ১০ এর এ- ব্লকের ১টি ও একই সেকশনের সি- ব্লকের একটি ভবনে রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ ভেঙ্গে দেয়া হয় এবং নকশা বহির্ভূত অংশে ভবিষ্যতে রাজউক অনুমোদিত প্ল্যানের ব্যত্যয় করে কোন প্রকার স্থাপনা নির্মাণ করিবেন না মর্মে ভবন মালিকদের নিকট থেকে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

 

এই ভ্রাম্যমাণ আদালতে আরও সহযোগিতা করেন  জোন-৩/১ এর সহকারী অথরাইজড অফিসার রতন কুমার, প্রধান ইমারত পরিদর্শক নূর আলম, ইমারত পরিদর্শক মো. ফয়েজ আহমেদ সহ জোন ৩/১ এর অন্যান্য ইমারত পরিদর্শক ও কর্মকর্তা গণ।

 

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কে জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, আমরা ভবন নির্মাণকারীদের রাজউক বিধি লঙ্ঘন করার অপরাধের শাস্তি স্বরূপ এবং নির্মিত ও নির্মাণাধীন ইমারতে ব্যত্যয় রোধকল্পে ভবন নির্মাণকারীদের সতর্ক করার উদ্দেশ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা। আজ আমরা মোবাইল কোর্ট পরিচালনাকালে মিরপুর সেকশন ১০ এর এ-ব্লকের একটি ভবনের বেজমেন্টের শিড়ির স্থানে নির্মিত ছাদ ভেঙ্গে অপসারণ করেছি এবং একই সেকশনের সি-ব্লকের একটি ভবনের নিচ তালায় পার্কিং এর স্থানে থাকা অবৈধ স্থাপনা ভেঙ্গে অপসারণ করে দিয়েছি। ভবিষ্যতে অপসারণকৃত অংশে অনুমোদিত প্ল্যানের ব্যত্যয় করে কোন স্থাপনা নির্মাণ করবেন না মর্মে তিন শত টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন। ভবিষ্যতেও আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যহত থাকবে।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে দুইটি ভবনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে নকশা বহির্ভূত যে অংশগুলো ছিলো সেগুলো অপসারণ করা হয় এবং ভবিষ্যতে অপসারণকৃত অংশে অনুমোদনহীন কোন স্থাপনা নির্মাণ করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

তিনি আরো বলেন  ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্য রাজউক এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায়  রাজউকের মোবাইল কোর্টের যে অভিযান অব্যাহত আছে  সামনের দিন গুলোতে আরো বেগবান হবে। নতুন ভবন মালিকদের কে উদ্দেশ্য করে তিনি বলেন, ভবন নির্মাণ করতে হলে রাজউকের নিয়ম-কানুন মেনে  এবং রাজউকের প্ল্যান অনুসারে ভবন নির্মাণ করতে হবে। রাজউকের নিয়ম অমান্য করলে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • নিউজ ভিউ ১৫৫