কুখ্যাত কিশোর গ্যাং ‘‘ভইরা দে গ্রুপ’’এর সদস্য কানা রাব্বি’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
Shafiul
প্রতিবেদন প্রকাশ:
০৫ মার্চ ২০২৫ | সময়ঃ ০৪:১১
অপরাধ সূত্র :
আমিনুল ইসলাম বাবু :
গত মঙ্গলবার ৪ মার্চ'২৫ রাতে রাজধানীর পল্লবী থানাধীন এলাকা হতে কুখ্যাত ‘‘ভইরা দে গ্রুপ’এর সদস্য মোঃ রাব্বি ওরফে কানা
রাব্বি(২১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত কান রাব্বি'কে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোর গ্যাং ‘‘ভইরা দে গ্রুপ‘’এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়ে।
গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।