অপরাধ সূত্র :
নিউজ ডেস্ক :
অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে উক্ত মেয়ের ফেসবুক বন্ধু ও আত্নীয়-স্বজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে সিআইডি বাংলাদেশ থেকে একজনকে গ্রেফতার করেছে মর্মে সিআইডির মিডিয়া উইং এর বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারা যায়, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, কাঠমুন্ডু (ইন্টারপোল) এর মাধ্যমে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি জানতে পারে যে, বাংলাদেশের এক নাগরিক নেপালের রাজধানী কাঠমুন্ডুর জনৈক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে উক্ত মেয়ের ফেসবুক বন্ধু ও আত্নীয়-স্বজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে। এর ফলে ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যা করার চেষ্টা করেছে।
বিষয়টি নিয়ে সাইবার মনিটরিং টিম কাজ শুরু করে, আসামী মোহাম্মদ জাবেদ ওমর (২০), পিতা- মোহাম্মদ সামশুল ইসলাম, মাতা- মর্তুজা বেগম, ঠিকানা-গ্রাম-হালিমপুর, ইউপি- ০১ নং রাজানগর ইউনিয়ন, উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা – চট্টগ্রামকে সনাক্ত করতে সক্ষম হয়। সাইবার মনিটরিং টিম অনুসন্ধানে জানতে পারে ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভিকটিমের সাথে আসামীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হত। এক পর্যায়ে আসামী অসৎ উদ্দেশ্যে কৌশলে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ভিকটিমকে ব্ল্যাকমেইল এর মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরবর্তীতে আসামী তার চাহিদা অনুসারে টাকা না পেয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও ভিকটিমের আত্মী-স্বজনদের নিকট প্রেরন করে।
সিআইডি সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর একটি চৌকস টিম গতকাল বুধবার ১৫ জানুয়ারী'২৫ তারিখে আসামীর অবস্থান সনাক্ত করে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকা হতে আসামী মোহাম্মদ জাবেদ ওমর (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীর নিকট থেকে ১ টি Poco X3 মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।