আল-মুসাইর গ্রুপ এর পিকনিক সাভারের কৃষিবীদ রিসোর্টে অনুষ্ঠিত

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | সময়ঃ ০৯:৫৮
photo

অপরাধ সূত্র :

 

বিশেষ প্রতিনিধি  :
আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী'২৫ তারিখ সাভার আকরাইন এর কৃষিবীদ রিসোর্টে সনামধন্য আল-মুসাইর কনস্ট্রাকশন লিমিটেডের একটি মনোরম পিকনিক অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি অনুষ্ঠানে বাচ্চা, মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পিকনিক অনুষ্ঠানের শেষ অংশে র‍্যাফেলড্র এর আয়োজন করা হয়। পিকনিক অনুষ্ঠানে আল-মুসাইর কনস্ট্রাকশন লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার বর্গ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব এম. মুসলেমউদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সুমন সহ বিশিষ্ট সূধীজন উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে আল-মুসাইর কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সুমন পিকনিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য  ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • নিউজ ভিউ ২৮৭