কেরানীগঞ্জে নির্মাণাধীন মার্কেটের নেই কোন রাজউক অনুমোদন

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৪ | সময়ঃ ১০:০৮
photo

অপরাধ সূত্র :

 

আমিনুল ইসলাম বাবু :
কেরানিগঞ্জের পশ্চিম আগানগর এলাকার হাজী আবদুল বারিক রোডে নির্মাণাধীন কয়েকটি বহুতল মার্কেটের নেই কোন রাজউক এর অনুমোদন। পাশাপাশি রাস্তা বন্ধ করে নির্মাণ করাহয়েছে দুটি শপিং কমপ্লেক্স। রাজউকের জোন ৫ এ যোগাযোগ করা হলে তারা বলছেন এটা রাজউক জোন ৭ এর অঞ্চল অপর দিকে জোন ৭ এর সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন এটা রাজউক জোন ৫ এর অঞ্চল।

বিগত আওয়ামী সরকারের অধীনে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও ব্যবসায়ী আমিনুল ইসলাম এর জমিতে দূুজনের যোগসাজসে ২প্লটের মাঝে থাকা ৬ফুট প্রসস্থের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের অনুমোদন ব্যতিরেক আজান কমপ্লেক্স ও এ.টি. কমপ্লেক্স উভয় দিকের রাস্তা ও প্লট ঘেষে নির্মাণ করে যাচ্ছে, ইতিমধ্যে নিচ তালায় তাহারা দোকান বরাদ্দ দিয়ে মার্কেট চালু করে ফেলেছেন উপরে নির্মাণ কাজ চালু রেখে।

অভিযোগ পাওয়া যায় এ.টি. কমপ্লেক্সের মালিক আমিনুল ইসলাম একই প্লটের পিছনে থাকা তাহার নিজ ও সহোদর ভাই মো: তুহিনের নিজ নামের সম্পত্তির ৫শতাংশ জমি মো. রাকিবুল ইসলাম রিজভী ও তাহার মাতা- সেলিনা নাসির সিমা দ্বয়ের নিকট সাব কবলা বিক্রয় করেন যাহার পশ্চিমে ৬ফুট এজমালি রাস্তা উত্তর-দক্ষিণে চলাচলের যাহা দক্ষিণ দিকে পশ্চিম আগানগর হাজী আবদুল বারিক রাস্তার সাথে সংযুক্ত, কিন্তু এ.টি. কমপ্লেক্সের মালিক আমিনুল ইসলাম আযান কমপ্লেক্সের মালিক মীর আসাদ হোসেন টিটু'র প্ররোচনায় রাস্তা দখল করে রাজউকের অনুমোদন ছাড়াই একত্রে লাগিয়ে দুটি বহুতল বানিজ্যিক ভবন নির্মাণ করে চলছে।

এবিষয়ে জানতে এ.টি.কমপ্লেক্সের মালিক আমিনুল ইসলাম এর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল ও মেসেজ দিয়েও কোন সারা পাওয়া যায়নি।

রাজউকের জোন ৭ এর ইমারত পরিদর্শক বিটু মন্ডল পশ্চিম আগানগর হাজী আবদুল বারিক রোডে নির্মাণাধীন ভবন দুটি পরিদর্শন করে এসে প্রতিবেদককে জানান এই অঞ্চলটি জোন ৫ এর আওতাধীন বিধায় আপনি অনুগ্রহ করে জোন ৫ এ যোগাযোগ করুন। পরবর্তীতে রাজউক জোন ৫ এর ইমারত পরিদর্শক আব্দুল আলীম তালুকদারের সাথে যোগাযোগ করাহলে তিনি জানান এলাকাটি রাজউক জোন ৭ এর অন্তর্ভুক্ত তাই তিনি এবিষয়ে কিছু করতে পারছেন না। রাজউকের অঞ্চল ভিত্তিক জটিলতায় সাধারণ মানুষের সেবা প্রাপ্তিই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এবিষয়ে রাজউক জোন ৫/২ এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস এর অফিসে যোগাযোগ করে পাওয়া যায়নি।

  • নিউজ ভিউ ১৫৪