ক্লুলেস কিশোর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন : সিআইডি কর্তৃক গ্রেফতার-০৩

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৪ নভেম্বার ২০২৪ | সময়ঃ ১১:৪৬
photo

অপরাধ সূত্র :

 

আমিনুল ইসলাম বাবু :
সিআইডি পাবনা জেলা গত ১২ নভেম্বর মঙ্গলবার ক্লুলেস কিশোর ভ্যান চালক রাজু (১৪) হত্যার ঘটনায় ঢাকা জেলার সাভার থানা এবং পাবনা জেলার সাঁথিয়া থানায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ সাগর আলী(২৫)সহ অপর দুই সহযোগী মোঃ তমাল শেখ(৩০) এবং খোকন খাঁ(৪০) কে গ্রেফতার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সকালে কিশোর ভ্যান চালক রাজু(১৪) তার নিজ ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দিনশেষে রাজু বাড়ি ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন তার মা বেড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ০২ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সকাল ১০.১৫ ঘটিকায় স্থানীয় লোকজন কিশোর রাজুর বস্তাবন্দি মৃতদেহ বেড়া থানাধীন বাকসোহাপাড়া গ্রামসংলগ্ন যমুনা নদী ধারে দেখতে পায়। এই ঘটনায় রাজুর মা বাদি হয়ে বেড়া থানার মামলা নং-০৪ তারিখ ০৩/০৩/২০২৩ খ্রিঃ ধারা ৩৪/২০১/৩০২/৩৭৯ পেনাল কোড রুজু করে। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে সিআইডি, পাবনা জেলা মামলাটির দায়িত্বভার গ্রহণ করে ।

পরবর্তীতে সিআইডি, পাবনা জেলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১২ নভেম্বর মঙ্গলবার প্রধান আসামী মোঃ সাগর আলী(২৫) কে ঢাকা জেলার সাভার থানাধীন আমিনপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে। সাগর হত্যাকাণ্ডের ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তার সহযোগী আসামী মোঃ তমাল শেখ(৩০) এবং খোকন খাঁ(৪০) এর নাম প্রকাশ করে। পরবর্তীতে মোঃ তমাল শেখ(৩০) এবং খোকন খাঁ(৪০) কে পাবনা জেলার সাঁথিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে আসামীরা নগরবাড়ী ঘাটে বিকাল বেলায় রাজুকে হত্যা করে তার ভ্যান ছিনতাই করে এবং ছিনতাইকৃত ভ্যান ১৭,০০০/- (সতের হাজার) টাকার বিনিময়ে বিক্রি করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়।

পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার ও ছিনতাইকৃত ভ্যান উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে।

  • নিউজ ভিউ ১৭৪