অপরাধ সূত্র :
আমিনুল ইসলাম বাবু :
মিরপুর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক ব্যবসায়ী দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘটিত গোলাগুলিতে নারী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম সহযোগী আসামী সুমন ওরফে জাদু সুমন(২৪)’কে গ্রেফতার করেছে র্যাব-৪ ও র্যাব-১১ ।
র্যাব-৪ এবং র্যাব-১১ এর একটি চৌকস দল ০২ নভেম্বর ২০২৪ রাতে কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানাধীন সেকশন-১১, বাউনিয়াবাধ, লালমাটিয়ায় বসবাসরত দরিদ্র বাসচালক মিরাজুল এর স্ত্রী গৃহিনী এবং নাবালক ০২ সন্তানের জননী আয়েশা(২৬)'কে গুলি করে হত্যাকান্ডের অন্যতম সহযোগী মোঃ সুমন ওরফে জাদু সুমন(২৪)'কে আটক করতে সমর্থ হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত ০৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আভ্যন্তরীন কোন্দল, অবৈধ আগ্নেয়ান্ত্রে দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার এর লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ও তার অপর সহযোরিা দীর্ঘদিন যাবৎ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মারাত্নক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে আসছিলো। দাবিকৃত চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করলে ২য় তলার সিঁড়ির কড়িডোরে অবস্থানরত ভিকটিম আয়েশা(২৬) এর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন ওরফে জাদু সুমন(২৪)'কে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।