সাবেক বিমান বাহিনী কর্মকর্তার স্ত্রী ফারহা দীবা হত্যাকান্ডের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এবং-১১

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৪ | সময়ঃ ১২:২১
photo

অপরাধ সূত্র :

রিপোর্ট : আমিনুল ইসলাম বাবু গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ২৮ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকা থেকে ঢাকার পল্লবী থানার আলোচিত ও চাঞ্চল্যকর অবসর প্রাপ্ত উইং কমান্ডার কাজী আব্দুল মতিন এর স্ত্রী ফারাহ দীবা হত্যা মামলার ০২ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মিলন মিয়া (২৩)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ। সংবাদ পাওয়ার সাথে সাথে র‌্যাব-৪, মিরপুরের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন ও থানা পুলিশের সাথে এই নৃশংস হত্যাকান্ডের ছায়াতদন্তে নেমে পড়েন। সূত্রমতে জানা যায় যে, নিহত নারীর নাম ফারাহ দীবা। ভিকটিমের স্বামী কাজী আবদুল মতিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। তাঁরা মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হয় যে, গতকাল রোববার সকালে বাসার সিকিউরিটি গার্ড ও গাড়িচালক ভিকটিমকে হত্যার পর বাসার আলমারীতে রক্ষিত বিভিন্ন আইটেমের অনুমান ১৫ ভরি স্বর্ণালংকার, যার মূল্য অনুমান ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা ও নগদ ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা সহ ভিকটিমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগের ভিতর রক্ষিত প্রায় ১,৫০,০০০/-(দেড় লক্ষ টাকা) নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাসাতে ভিকটিম ছাড়া কেউ ছিলেন না বিধায় হত্যাকারীরা পূর্বপরিকল্পনা মোতাবেক ঘটনাটি ঘটিয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায়। এ সংক্রান্তে ঢাকার পল্লবী থানায় গ্রেফতারকৃত আসামীসহ ০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-৩৩, তারিখ-২৮ অক্টোবর ২০২৪) দায়ের করা হয় যার মধ্যে মোঃ মিলন মিয়া (২৪) ০২ নং এজাহারনামীয় আসামী। ধৃত আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকায় নিজেকে আত্নগোপন করে রাখে। অতঃপর তথ্য ও প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-৪ এবং র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল কুখ্যাত খুনী মোঃ মিলন মিয়া (২৪)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট পলাতক অপর আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নিউজ ভিউ ১৪৯