অপরাধ সূত্র :
শফিউল আজম :
রাজধানী ঢাকার মিরপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে পুলিশের গুলিতে নিহত আনোয়ারসহ একাধিক পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব আমিনুল হক । ঢাকা মহানগর, রূপনগর, পল্লবীসহ একাধিক থানা ও ওয়ার্ড বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজ ০৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত রুপনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায় (তিনটি পরিবার) মোঃ আনোয়ার, মোঃ মোমেন ও যুবদল নেতা মহিউদ্দিন এর পরিবারের সাথে দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেন।আনোয়ারের বাবা আল-আমিন পাটয়ারীকে সান্ত্বনা দিয়ে বলেন
আওয়ামী স্বৈরাচার সরকার ছাত্র জনতার গণআন্দোলনে যেভাবে গুলি করে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গত ১৭ বছরে যত গুম খুন ও হত্যা করা হয়েছে এবং এই হত্যা ও গুম খুনের পরিকল্পনার সাথে যারা জড়িত তার প্রতিটি বিচার করা হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর এলাকায় ছাত্র জনতার গণআন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, মাহবুব আলম মন্টু, বিএনপির মহানগর নেতা হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর কমিটির সাবেক সদস্য হাজী মোঃ ইউসুফ , ইঞ্জিনিয়ার মুজিবুল হক সিনিয়র যুগ্ন আহবায়ক রূপনগর থানা বিএনপি,মোঃ হাবিবুর রহমান যুগ্ন আহবায়ক রুপনগর থানা বিএনপি, ওলিউল হাসনাত তুহিন যুগ্ন আহবায়ক রুপনগর থানা বিএনপি,মো: নওয়াব আলী সাবেক উপদেষ্টা কমিটির সদস্য রূপনগর থানা বিএনপি, রূপনগর থানা বিএনপির সদস্য, ইউসুফ মাতবর, সুলতান সেখ, আলী আশ্রাফ, মোঃ পলাশ, আলামিন, রুপনগর থানা যুবদলের সভাপতি শোয়েব খান, সদস্য সচিব মো: রাজিব,রূপনগর থানা যুবদল নেতা শাজাহান ভূঁইয়া, হাজী নূর সালাম, মোঃ শামীম আহবায়ক স্বেচ্ছা সেবক দল রুপনগর থানা, মো: টুটুল সদস্য সচিব,মোঃ রনি আহবায়ক রূপনগর থানা ছাত্রদল, মো: জুয়েল আহবায়ক পল্লবী থানা ছাত্রদল, মো: রুহুল আমিন আহবায়ক শ্রমিক দল রূপনগর থানা, মো: মিন্টু সদস্য সচিব, এছাড়াও রূপনগর সাবেক কমিটির রুপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মুজিবুর রহমান, জসিম সরদার যুগ্ন সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ রোমান সাবেক যুগ্ন সম্পাদক, মনির হোসেন ক্রিড়া বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা হাজী রতন, মোঃ কামাল হোসেন ৬ নং ওয়ার্ড আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মারুফ মল্লিক, ৭ নং আঞ্চলিক কমিটির সভাপতি মো: মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন মাদবর, ৯২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন নবী সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন আলামিন, হযরত আলী, আতাউর রহমান, উজ্জল প্রমূখ