অপরাধ সূত্র :
প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা, অর্থমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং ধর্মমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে মুকতাদির আজিজকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব মো. নাকিব হাসান তরফদারকে অর্থমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. নাছির উদ্দিনকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর, সাদিকুর রহমান খানকে ধর্মমন্ত্রীর এবং মো. লিয়াকত আলীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগে থেকেই তাদের একান্ত সচিব হিসেবে কাজ করে আসছেন।
পৃথক আদেশে মফিজুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রীর, ইমরান হোসাইন শরীফকে পররাষ্ট্রমন্ত্রীর এবং মোহাম্মদ মনিরুল ইসলামকে ধর্মমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।