অপরাধ সূত্র :
পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইরান-পাকিস্তান সীমান্তের একটি গ্রামে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিনা উস্কানিতে এ ধরণের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম ভয়াবয় হতে পারে। পাকিস্তান ও ইরানের মধ্যে কয়েকটি যোগাযোগের মাধ্যম থাকা সত্ত্বেও এমন নিয়মবহির্ভুত কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনা বেশ উদ্বেগের।
ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বেলুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি ঘাঁটি ধ্বংস হয়েছে। গত কয়েকদিনে ইরাক ও সিরিয়ার পর তৃতীয় দেশ হিসেবে পাকিস্তানে হামলা চালালো ইরান।