মাইকেল ক্লার্ক: ওপেনার স্মিথ লারার ‘৪০০’ রেকর্ডও ভেঙে দিতে পারে

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | সময়ঃ ১১:১৭
photo
sports,cricket,smith

অপরাধ সূত্র :

স্টিভ স্মিথ যদি অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ওপেনিং করতে চান এবং তাঁকে সে সুযোগ করে দেওয়া হয়, তাহলে এক বছরের মধ্যে তিনি টেস্টের ১ নম্বর ওপেনার হবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। এমনকি ওপেনিংয়ে এসে স্মিথ যদি ব্রায়ান লারার টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪০০ রানের রেকর্ডও ভেঙে দেন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন ক্লার্ক। ডেভিড ওয়ার্নারের জায়গায় অস্ট্রেলিয়ার পরবর্তী ওপেনার কে হবেন, সিডনিতে ওয়ার্নার বিদায় নেওয়ার আগে থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আলোচিত প্রশ্ন এটি। ওয়ার্নার থেকে শুরু করে অধিনায়ক, কোচ, সাবেক ক্রিকেটাররা, ওপেনিংয়ের জায়গার দাবিদার—সবাই নিজের মত জানাচ্ছেন। এরই মধ্যে স্মিথকে দিয়ে ইনিংস ওপেন করানোর কথাও উঠে এসেছে। স্মিথ নিজেও জানিয়েছেন, তিনি সুযোগ পেলে এ ভূমিকায় আসতে প্রস্তুত।

sports cricket smith

  • নিউজ ভিউ ১৬১