কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ, আটকা ৬ ফেরি

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪ | সময়ঃ ০৩:৫৩
photo

অপরাধ সূত্র :

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

 

দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ।

 

তিনি বলেন, রাত থেকেই এ তিন নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত ২টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝ পদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে।

  • নিউজ ভিউ ১২৬