এলজির স্বচ্ছ ওলেড টিভি বন্ধ করলে অদৃশ্য হয়ে যায়

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | সময়ঃ ১১:০১
photo

অপরাধ সূত্র :

প্রতিবছরই বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ‘সিইএস’-এ নতুন টিভি দেখানোর রেওয়াজ আছে এলজি’র। তবে, এবারের আয়োজনে সবাইকে চমকে দিয়ে বিশ্বের প্রথম তারবিহীন স্বচ্ছ ওলেড টিভি দেখিয়েছে কোরিয়াভিত্তিক কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান সিইএস আয়োজনে ‘এম’ ও ‘জি’ সিরিজের আপডেট ছাড়াও বেশ কিছু নতুন ধাঁচের পণ্য এনেছে এলজি। এর মধ্যে রয়েছে ‘ওলেড টি’ নামের নতুন টিভি, যেটিকে বিশ্বের প্রথম ‘তারবিহীন স্বচ্ছ’ ওলেড টিভি বলে দাবি করেছে কোম্পানিটি।

নতুন এ মডেলে ৪কে রেজল্যুশনের পাশাপাশি অডিও ও ভিডিও চালানোর জন্য এলজি’র ‘ওয়্যারলেস ট্রান্সমিশন’ প্রযুক্তিও যোগ করা হয়েছে। পাশাপাশি, এতে একটি ‘কনট্রাস্ট স্ক্রিন’ আছে, যেখানে একটি বাটনে চাপ দিয়ে সহজেই এর কনট্রাস্টের মাত্রা ওঠানামা করানো যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

 

টিভিটিতে ব্যবহার করা হয়েছে এলজি’র নতুন আলফা ১১ এআই প্রসেসর, যা এর আগের সংস্করণে থাকা ‘জেন’ চিপের চেয়েও চারগুণ কার্যকর। কোম্পানির দাবি, এ বাড়তি সক্ষমতা টিভির গ্রাফিক্স পারফরম্যান্স ৭০ শতাংশ বাড়ানোর পাশাপাশি প্রসেসিংয়ের গতিও ৩০ শতাংশ বাড়িয়ে দেয়।

 

এছাড়া, নতুন মডেলটিতে কোম্পানির ‘জিরো কানেক্ট বক্স’ সুবিধাও কাজ করে। গত বছরের ‘এমথ্রি ওলেড’ মডেলে প্রথমবার এ সুবিধা চালু করেছিল এলজি, যার মাধ্যমে টিভিতে তার ছাড়াই ভিডিও ও অডিও পাঠানোর সুযোগ মেলে। এলজি বলছে, টিভিটিকে স্ট্যান্ডঅ্যালোন পণ্য হিসেবে আনার পাশাপাশি এতে দেয়ালের বিপরীতে ও সঙ্গে আটকে রাখার সুবিধাও থাকবে। অন্যদিকে, এবারের ‘সিইএস’ আয়োজনে বিশ্বের প্রথম স্বচ্ছ মাইক্রোএলইডি ডিসপ্লের টিভি উন্মোচন করেছে কোরিয়ার আরেক ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। তবে, এর সম্ভাব্য দাম বা এটি কবে নাগাদ বাজারে আসবে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। একইভাবে, নিজেদের নতুন ‘ওলেড টি’ টিভির দাম প্রকাশ করেনি এলজি। তবে কোম্পানি বলছে, ২০২৪ সালেই বাজারে আসতে পারে টিভিটি।

  • নিউজ ভিউ ৩৯